ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় সারাদেশের ৫০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭টি উন্নতমানের ল্যাপটপ, প্রয়োজনীয় আসবাবপত্র ও ইন্টারনেট কানেক্টিভিটির সমন্বয়ে ৫০০০টি “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” স্থাপন করা হয়েছে। এছাড়া সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাশক্তি সমৃদ্ধ শিক্ষা-ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে পরিবর্তিত শিক্ষা বিজ্ঞান, ভবিষ্যৎ শিক্ষার পরিবেশ উন্নয়ন, মৌলিক চিন্তা ও সমস্যা সমাধানের বিষয়ে দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সারাদেশের প্রতিটি সংসদীয় আসনে ০১টি করে মোট ৩০০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে “শেখ রাসেল স্কুল অব ফিউচার” স্থাপন করা হয়েছে।
০২। আগামী ১৮ অক্টোবর ২০২২ তারিখে জাতীয়ভাবে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে “শেখ রাসেল, নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস পালন/উদ্যাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি প্রধান অতিথি হিসেবে সদয় উপস্থিত থেকে সারাদেশের ৫০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এবং ৩০০টি “শেখ রাসেল স্কুল অব ফিউচার” শুভ উদ্বোধন করার বিষয়ে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস